-->

Bangla song amar gorur garite lyrics | আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে লিরিক্স

 

bangla song amar gorur garite lyrics - hasan Lyrics

Singer hasan

আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে
ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধু সানাই বাজিয়ে।
আরে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে
ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধু সানাই বাজিয়ে।
যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
(যা যা…)
তোমার ভাঙা গাড়িতে আমি যাবো না
কারো ঘরের ঘরণী আমি হবো না
করবো না তো কোনো দিনও বিয়ে

এ হে, যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
আরে আরে করে কি করে কি করে কি আরে করে কি

আলতা দেবো তিকলি দেবো, দেবো সোনার চুড়ি
(না না না না না না…)
আরে, শহর থেকে আনবো কিনে বেনারসী শাড়ি

(আরে, না না না না না…)
গয়না-গাটি চাইনা আমি চাইনা শাড়ি চুড়ি
(হেই হেই হেই হেই হেই হেই…)
সবই আমার বাপের বাড়ি আছে ভুরিভুরি
(আরে, হেই হেই হেই হেই হেই হেই…)
গলবেনা মন কোনো কিছু দিয়ে

হে, যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
আদর দেবো সোহাগ দেবো, দেবো ভালোবাসা
(না না না না না না…)
আরে, জীবন দিয়ে করবো পূরণ তোমার সকল আশা
(না না না না না না…)

ইন্দ্রপুরে মনের ঘরে দিও নাকো হানা
(হেই হেই হেই হেই হেই হেই…)
এই সব কথা শোনা পাপ গুরুজনের মানা
(আরে, হেই হেই হেই হেই হেই হেই…)
এই, পায়ে ধরি চল বাড়ি নিয়ে

যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
আরে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে
ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধু সানাই বাজিয়ে।
যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
ও তোমার ভাঙা গাড়িতে আমি যাবো না
কারো ঘরের ঘরণী আমি হবো না
করবো না তো কোনো দিনও বিয়ে
হরুর হাট হাট যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
না না না না পায়ে ধরি চল বাড়ি নিয়ে
হু যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
না না না পায়ে ধরি চল বাড়ি নিয়ে
হরুর..যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে



Post a Comment

Total Pageviews

পছন্দের গানের লিরিক্স খুজুন

Popular Posts

Bangla song amar gorur garite lyrics | আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে লিরিক্স

 

bangla song amar gorur garite lyrics - hasan Lyrics

Singer hasan

আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে
ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধু সানাই বাজিয়ে।
আরে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে
ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধু সানাই বাজিয়ে।
যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
(যা যা…)
তোমার ভাঙা গাড়িতে আমি যাবো না
কারো ঘরের ঘরণী আমি হবো না
করবো না তো কোনো দিনও বিয়ে

এ হে, যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
আরে আরে করে কি করে কি করে কি আরে করে কি

আলতা দেবো তিকলি দেবো, দেবো সোনার চুড়ি
(না না না না না না…)
আরে, শহর থেকে আনবো কিনে বেনারসী শাড়ি

(আরে, না না না না না…)
গয়না-গাটি চাইনা আমি চাইনা শাড়ি চুড়ি
(হেই হেই হেই হেই হেই হেই…)
সবই আমার বাপের বাড়ি আছে ভুরিভুরি
(আরে, হেই হেই হেই হেই হেই হেই…)
গলবেনা মন কোনো কিছু দিয়ে

হে, যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
আদর দেবো সোহাগ দেবো, দেবো ভালোবাসা
(না না না না না না…)
আরে, জীবন দিয়ে করবো পূরণ তোমার সকল আশা
(না না না না না না…)

ইন্দ্রপুরে মনের ঘরে দিও নাকো হানা
(হেই হেই হেই হেই হেই হেই…)
এই সব কথা শোনা পাপ গুরুজনের মানা
(আরে, হেই হেই হেই হেই হেই হেই…)
এই, পায়ে ধরি চল বাড়ি নিয়ে

যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
আরে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে
ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধু সানাই বাজিয়ে।
যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
ও তোমার ভাঙা গাড়িতে আমি যাবো না
কারো ঘরের ঘরণী আমি হবো না
করবো না তো কোনো দিনও বিয়ে
হরুর হাট হাট যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
না না না না পায়ে ধরি চল বাড়ি নিয়ে
হু যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
না না না পায়ে ধরি চল বাড়ি নিয়ে
হরুর..যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে



Post a Comment

0 Comments

রবীন্দ্র সংগীত লিরিক্স

5/রবীন্দ্র সংগীত লিরিক্স/post-list

© Song lyrics. All Rights Reserved Theme by Jago Desain