-->

যদি আমায় ভালোবাসো গানের লিরিক্স - রাজিব শাহ্

 

যদি আমায় ভালোবাসো গানের লিরিক্স - রাজিব শাহ্ Lyrics



Singer রাজিব শাহ্
Song Writer ডাঃ নুরুল ইসলাম

যদি আমায় ভালোবাসো
তবে নব সেজে এসো
এসে বইসো আমার হৃদয় মন্দিরে
অনুরাগের বীণা বাজিয়ে
এসো হে দয়াল অপরূপ সাজিয়ে
অনুরাগের বীণা বাজিয়ে।
খাজা খান জাহান অলি বড় আউলিয়া
আজমিরে কুতুবে মইনুদ্দিন চিশতিয়া,
বাগদাদে আলফেসানি মোহাম্মদের কাদ্রিয়া
আবার বু আলী কলন্দর ছিলেন খোয়াব খিযির খিজ্রিয়া
শাহ জালাল জালালি
তোমার প্রেমের দুলালি ।।
অয়াইস কারনি পাগল আসিয়ে
অনুরাগের বীণা বাজিয়ে।
এসো হে দয়াল অপরূপ সাজিয়ে
অনুরাগের বীণা বাজিয়ে।।
সৃষ্টি হয়ে নবী গোপন বেসে
সত্তর হাজার বছর ছিলেন ময়ূর এর বেশে,
অধীন কাঙ্গাল বলে পাপী তাপী উম্মত এর লাগিয়া
আবার অবশেষে আসলেন নবী মানুষের রুপ ধরিয়া।
তুমি সাল্লেওয়ালা, তুমি কাম্লিওয়ালা
নবী
তুমি সাল্লেওয়ালা, তুমি কাম্লিওয়ালা
নুর পেয়ালি নুরালী হয়ে
অনুরাগের বীণা বাজিয়ে
এসো হে দয়াল অপরূপ সাজিয়ে
অনুরাগের বীণা বাজিয়ে।।



Post a Comment

Total Pageviews

পছন্দের গানের লিরিক্স খুজুন

Popular Posts

যদি আমায় ভালোবাসো গানের লিরিক্স - রাজিব শাহ্

 

যদি আমায় ভালোবাসো গানের লিরিক্স - রাজিব শাহ্ Lyrics



Singer রাজিব শাহ্
Song Writer ডাঃ নুরুল ইসলাম

যদি আমায় ভালোবাসো
তবে নব সেজে এসো
এসে বইসো আমার হৃদয় মন্দিরে
অনুরাগের বীণা বাজিয়ে
এসো হে দয়াল অপরূপ সাজিয়ে
অনুরাগের বীণা বাজিয়ে।
খাজা খান জাহান অলি বড় আউলিয়া
আজমিরে কুতুবে মইনুদ্দিন চিশতিয়া,
বাগদাদে আলফেসানি মোহাম্মদের কাদ্রিয়া
আবার বু আলী কলন্দর ছিলেন খোয়াব খিযির খিজ্রিয়া
শাহ জালাল জালালি
তোমার প্রেমের দুলালি ।।
অয়াইস কারনি পাগল আসিয়ে
অনুরাগের বীণা বাজিয়ে।
এসো হে দয়াল অপরূপ সাজিয়ে
অনুরাগের বীণা বাজিয়ে।।
সৃষ্টি হয়ে নবী গোপন বেসে
সত্তর হাজার বছর ছিলেন ময়ূর এর বেশে,
অধীন কাঙ্গাল বলে পাপী তাপী উম্মত এর লাগিয়া
আবার অবশেষে আসলেন নবী মানুষের রুপ ধরিয়া।
তুমি সাল্লেওয়ালা, তুমি কাম্লিওয়ালা
নবী
তুমি সাল্লেওয়ালা, তুমি কাম্লিওয়ালা
নুর পেয়ালি নুরালী হয়ে
অনুরাগের বীণা বাজিয়ে
এসো হে দয়াল অপরূপ সাজিয়ে
অনুরাগের বীণা বাজিয়ে।।



Post a Comment

0 Comments

রবীন্দ্র সংগীত লিরিক্স

5/রবীন্দ্র সংগীত লিরিক্স/post-list

© Song lyrics. All Rights Reserved Theme by Jago Desain