নোবেলের অভিনয় গানের লিরিক্স । Ovinoy Lyrics (অভিনয়) Noble Man Bangla Rock Song
Ovinoy - Noble Man Tune & composition : Ahmmed Humayun Lyrics
Singer | Noble Man Tune & composition : Ahmmed Humayun |
Ovinoy Song Lyrics In Bengali :
অভিনয়ের এইতো জীবন
অভিনয় যাচ্ছি করে,
অশ্রু জলে হৃদয় ভাসে
হাসছি তবু সুখের ভিড়ে।
কি আগুন জমছে বুকে
জানেনা কেউতো জানেনা,
কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন
বোঝেনা কেউতো বোঝেনা।।
অদৃশ্য দাবার চালে
পরাজিত আমার হৃদয়,
তবু চাইছি আমি
তোমারি জয় যেন হয়।
লিখে রাখা ভাবনা গুলো
খুঁজবেনা আর ঠিকানায় ..
কি আগুন জমছে বুকে
জানেনা কেউতো জানেনা,
কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন
বোঝেনা কেউতো বোঝেনা।।
ভেবেছি ফিরবোনা আর
তোমাদেরই জলসাঘরে,
যেখানে হৃদয় ভাঙ্গার
প্রতিদিন গল্প পোড়ে।
তোমার ভালো থাকার মাঝে
পথের কাঁটা হবোনা..
কি আগুন জমছে বুকে
জানে না কেউতো জানে না,
কি ব্যাথায় পুড়ছি প্রতিদিন
বোঝে না কেউতো বোঝে না।।
অভিনয় লিরিক্স - নোবেল ম্যান বাংলা রক গান :
Obhinoyer eitoh jibon
Obhinoy jacchi kore
Oshru jole hridoy vashe
Haschi tobu sukher bhire
Ki aagun jomche buke
Janena keutoh janena
Ki beythay purchi protidin
Bojhena keuto bojhena
0 Comments